নিজস্ব সংবাদদাতাঃ আজ ২ নভেম্বর, দিনটা তো সকলেরই পরিচিত দিন। আজকে বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন। আর আজকের দিনেই শাহরুখ প্রেমীদের জন্য এখন এল এক খুশির খবর। আপনি কি এখনও 'জওয়ান' সিনেমাটি দেখে উঠতে পারেননি ? এখন আর সেজন্য মন খারাপের দিন শেষ। কারণ, স্ট্রিমিং জায়েন্ট ধামাকা প্রোমো দিয়ে জানিয়ে দেয় ‘জওয়ান’-এর স্ট্রিমিং শুরু হয়ে গিয়েছে নেটফ্লিক্স-এ।
জওয়ান-এর ওটিটি রিলিজ নিয়ে উচ্ছ্বসিত শাহরুখ। অভিনেতা বলেন, ‘আমি দারুণ খুশি যে ওটিটি-তে জওয়ানের এক্সটেন্ডেড ভার্সন মুক্তি পেয়েছে। সারা বিশ্বের ফ্যানেরা তাঁদের পরিবারের সঙ্গে বসে জওয়ান দেখার সুযোগ পাবে। চিত্রনাট্য লেখার সময় থেকে স্ক্রিন পর্যন্ত পৌঁছে যাওয়া, জওয়ানের জার্নিটা এক কথায় অসাধারণ। একটা বৃত্ত সম্পূর্ণ হল। এটা আমাদের লেবার অফ লাভ। বিশ্ব সিনেমাকে দেওয়া একটা উপহার’।
প্রমোশন্যাল ভিডিয়ো-তে শাহরুখকে দেখা গেল পুরোদস্তুর জওয়ান লুকে। নেটফ্লিক্সকে ফোন করে অবিলম্বে জওয়ান ছবির মুক্তি দাবি করে সে। তা না হলে, ‘টুডুমকে (নেটফ্লিক্সের গ্লোবাল ফ্যান ইভেন্ট) আমি বুদুম করে ছাড়ব’। জওয়ান-এর গার্ল গ্যাং-কেও পাওয়া গেল ভিডিয়োতে। ‘চিফ’-এর নির্দেশ এখানেও অক্ষরে অক্ষরে পালনে তৎপর তাঁরা। নেটফ্লিক্স নিজেদের 'মন্নত' শোনার আবদার জানালে জওয়ান স্পষ্ট বলেন, ‘মন্নত শুধু আমার’।
জওয়ান-এর ওটিটি রিলিজ নিয়ে উচ্ছ্বসিত শাহরুখ। অভিনেতা বলেন, ‘আমি দারুণ খুশি যে ওটিটি-তে জওয়ানের এক্সটেন্ডেড ভার্সন মুক্তি পেয়েছে। সারা বিশ্বের ফ্যানেরা তাঁদের পরিবারের সঙ্গে বসে জওয়ান দেখার সুযোগ পাবে। চিত্রনাট্য লেখার সময় থেকে স্ক্রিন পর্যন্ত পৌঁছে যাওয়া, জওয়ানের জার্নিটা এক কথায় অসাধারণ। একটা বৃত্ত সম্পূর্ণ হল। এটা আমাদের লেবার অফ লাভ। বিশ্ব সিনেমাকে দেওয়া একটা উপহার’।
ভারতীয় বক্স অফিসে আগেই ইতিহাস গড়েছে অ্য়াটলি পরিচালিত জওয়ান। দেশের বক্স অফিসে এই ছবি ৬৩৯.৭৫ কোটি টাকা। বিশ্ব বক্স অফিসে জওয়ানের আয়ের পরিমাণ ১১৪৮ কোটি টাকা। ভারতীয় সিনেমার ইতিহাসের সবচেয়ে ব্যবসা সফল হিন্দি ছবির তালিকায় দু-নম্বরে (দঙ্গল-এর পর) রয়েছে এটি। শাহরুখের কেরিয়ারের সবচেয়ে বড় ব্লকবাস্টার জওয়ান। গত ৭ই সেপ্টেম্বর জন্মাষ্টমীতে মুক্তি পেয়েছিল এই ছবি।
তবে শুধু জওয়ান-এর ওটিটি রিলিজই নয়। শাহরুখের জন্মদিনেই মুক্তি পেয়েছে তাঁর ক্রিসমাস রিলিজ ‘ডাঙ্কি’-র টিজার। এই ছবিতে প্রথমবার রাজু হিরানি-র সঙ্গে জুটি বাঁধছে অভিনেতা।