নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের তেমাথানি পল্লিশ্রী ক্লাবের পুজোর শুভারম্ভ। মঙ্গলবার সন্ধ্যায় এক জমকালো আয়োজন অনুষ্ঠিত হল। পুজোর দ্বারোদ্ঘাটন করেন রাজ্যের মন্ত্রী এবং সবংয়ের ভূমিপুত্র মানস রঞ্জন ভূঁইয়া। তাঁর সঙ্গে ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এদিন অনুষ্ঠানে মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া তাঁর বক্তব্যে বলেন, 'পুজো শুধু ধর্মীয় উৎসব নয়, এটি মানুষের মধ্যে সম্প্রীতি এবং ঐক্যের বন্ধনকে আরও মজবুত করে তোলে'। পুজো কমিটিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, 'এই ধরনের আয়োজন স্থানীয় মানুষদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বাড়ায়'।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স, সবংয়ের প্রাক্তন বিধায়ক গীতা রানী ভুঁইয়া সহ অন্যান্য জন প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিত্বরা। পুজোর শুভারম্ভে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে যা পুরো এলাকার উৎসবের আবহ রঙিন করে তুলেছে।