আরজিকর কাণ্ডের প্রতিবাদে নিজের হাতের দুর্গা প্রতিমা গড়লো চিকিৎসক

ডাঃ অনুপম ধর আরজি কর কাণ্ডের ন্যায় বিচারের দাবিতে তাঁর তৈরি দুর্গা প্রতিমায় প্রতিবাদের হিসেবে চালচিত্রে সীতাহরণ ও দ্রৌপদীর বস্ত্রহরণের দৃশ্যসহ সংবাদপত্রের কাটিং ব্যবহার করেছেন।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব প্রতিবেদন : রাজ্য রাজনীতিতে এখন আর জি কর কাণ্ডের প্রতিবাদে উত্তাল পরিস্থিতি। জুনিয়র চিকিৎসকরা আমরণ অনশনের ডাক দিয়েছেন, যা উৎসবের আবহেও অব্যাহত রয়েছে। এই প্রেক্ষাপটে, বারাসতের নবপল্লি ভদ্রবাড়ির বাসিন্দা চিকিৎসক অনুপম ধর বাড়ির দুর্গাপুজোকে কেন্দ্র করে প্রতিবাদের একটি নতুন ধারা শুরু করেছেন। প্রতি বছর মহা সমারোহে দুর্গাপুজোর আয়োজন করেন অনুপম, যা একশো বছরের বেশি পুরনো পারিবারিক ঐতিহ্য। ২০১৬ সালে চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করার পর তিনি বাড়ির দুর্গাপুজোয় প্রতিমা নিজে হাতে তৈরি করা শুরু করেন। এবছর নবম বর্ষেও সেই ধারা অব্যাহত রয়েছে।

publive-image

তবে এবছর প্রতিবাদী আবহে অনুপমের প্রতিমায় বিশেষ বার্তা রয়েছে। তিনি আর জি কর কাণ্ডের সহকর্মীর মর্মান্তিক পরিণতির ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। তিনি প্রতিমা তৈরি করার সময় চালচিত্রে বিভিন্ন সংবাদপত্রের কাটিং ব্যবহার করেছেন, যেখানে সীতাহরণের এবং দ্রৌপদীর বস্ত্রহরণের কারণে কুরুক্ষেত্রের যুদ্ধের দৃশ্যও রয়েছে। ডাঃ অনুপম বলেন, "আর জি কর কাণ্ডের ঘটনা এখন প্রতিটি ঘরের প্রতিবাদ হয়ে দাঁড়িয়েছে।" 

Protest

এছাড়া, তাঁর স্ত্রী ডাঃ ইন্দ্রাণী ঘোষও এই প্রতিবাদে তাঁর সঙ্গে রয়েছেন। তিনি বলেন, "আমি একজন নারী এবং আর জি কর কাণ্ডের ঘটনায় আমার সহকর্মীর সঙ্গেই নারকীয় ঘটনা ঘটেছে।" পুজোর সময়ে যারা প্রতিমা দর্শনে আসবেন, তাঁদের মনে যেন নির্যাতিতাদের সুবিচার না পাওয়া পর্যন্ত প্রতিবাদের ভাবনা থাকে, সেই জন্যই এই উদ্যোগ।