'পৃথিবীর সব থেকে ছোট দুর্গা', দেখলে চমকে যাবে

কান্দি শহরের মেকআপ আর্টিস্ট রুপম দাস টানা ১৫ বছর ধরে ছোট্ট দুর্গা প্রতিমা তৈরি করছেন। মাটি, খড়, ও কাঠ দিয়ে অক্লান্ত পরিশ্রম করে দেড় ফুটের দেবী দশভুজা তৈরি করছেন তিনি।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব প্রতিবেদন : কান্দি শহরের বাসিন্দা রুপম দাস টানা ১৫ বছর ধরে ছোট্ট দুর্গা প্রতিমা তৈরি করে আসছেন। পেশায় মেকআপ আর্টিস্ট হলেও, তার প্রকৃত নেশা হল প্রতিমা শিল্প। প্রতিবারের মতো এ বছরও কাজের ফাঁকে অবসর সময়ে তিনি নিজের হাতে ছোট্ট দুর্গা ঠাকুর তৈরি করছেন। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত তাঁর বাড়ির সামনের মণ্ডপে চলে পুজো, যেখানে তিনি নিজের তৈরি প্রতিমা পুজো করেন।

publive-image

রুপম দাস জানান, ২০১০ সালে তিনি প্রথম দুর্গা ঠাকুর তৈরি করেন। ছোটবেলা থেকেই তাঁর মন প্রতিমা তৈরির প্রতি আকৃষ্ট ছিল। তিনি দেখেই প্রতিমা তৈরি করার কাজ শিখেছেন, কারণ তার কাছে কোনো গুরুজন বা শিক্ষক ছিলেন না। প্রতিমা তৈরির জন্য তিনি মাটি, খড়, সুতো এবং কাঠের মতো প্রাকৃতিক উপকরণ ব্যবহার করেন। এ বছর তিনি দেবী দশভুজা তৈরি করতে দেড় মাস ধরে অক্লান্ত পরিশ্রম করছেন। প্রতিমার সঙ্গে পিতলের অস্ত্রও তৈরি করেছেন, যা নদিয়া থেকে অর্ডার দিয়ে আনা হয়েছে। দুর্গাপুজোর মাত্র কয়েকটি দিন বাকি থাকায় তিনি দিনরাত এক করে প্রতিমা তৈরি করে চলেছেন।

publive-image

রুপমের এই উদ্যোগকে উৎসাহিত করে তোলেন তাঁর প্রতিবেশী ও বন্ধু-বান্ধবেরা। তারা প্রতিমা তৈরির প্রতি তাঁর ভালোবাসা এবং নিষ্ঠাকে স্বীকৃতি দেয়, যা রুপমের কাজকে আরও বেশি উৎসাহিত করে। পুজোর দিনগুলি আসলেই রুপমের সৃষ্টির মাধ্যমে একটি আনন্দময় পরিবেশ তৈরি হয়, যা গোটা এলাকায় আলোড়ন সৃষ্টি করে।