রানাঘাটে এবার ১১২ ফুটের দুর্গা প্রতিমা, পুজোয় অনুমতি না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ ক্লাব কর্তৃপক্ষ

রানাঘাটের কামালপুর এলাকার অভিযান সঙ্ঘ এ বছর ১১২ ফুটের দুর্গাপ্রতিমা পুজোর অনুমতি না পাওয়ায় হাইকোর্টের দ্বারস্থ ক্লাব কর্তৃপক্ষ।

author-image
Debapriya Sarkar
New Update
112 ft. Durga

নিজস্ব প্রতিবেদন : রানাঘাটের একটি পুজো কমিটির ১১২ ফুটের দুর্গা প্রতিমা তৈরি নিয়ে পুলিশের অনুমতি না পাওয়ার অভিযোগের প্রেক্ষিতে কলকাতা হাই কোর্টে মামলা হয়েছে। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চ এই মামলার শুনানির অনুমতি দিয়েছে এবং আগামী সপ্তাহে মামলার শুনানি অনুষ্ঠিত হবে।

durga vbhygh

রানাঘাটের অভিযান সঙ্ঘ ১১২ ফুটের দুর্গাপ্রতিমা তৈরির উদ্যোগ নিয়েছে, যা বাংলায় প্রথমবারের মতো। আইনজীবী ফিরদৌস শামিম আদালতে জানান, এই পুজো নতুন নজির গড়তে পারে। তবে পুলিশ বলছে, প্রচুর ভিড়ের কারণে পদপিষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে, তাই অনুমতি দিচ্ছে না। তারা ২০১৫ সালের দেশপ্রিয় পার্কের উদাহরণও উল্লেখ করেছে, যেখানে ভিড় সামলাতে সমস্যা হয়েছিল।

durga-7

উদ্যোক্তারা এক বছর ধরে প্রস্তুতি নিচ্ছেন এবং ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা করেছেন। কিন্তু পুলিশের অনুমতি না পেলে তাদের আয়োজন ভেস্তে যেতে পারে, তাই তারা আদালতের দ্বারস্থ হয়েছেন।