নিজস্ব সংবাদদাতা: বিজেপির (Bjp) দখলে দিল্লি (Delhi)। রাজধানী জয়ের পর বিজেপির লক্ষ্য বাংলা।পশ্চিমবঙ্গে বিপুল ভোটে জয়ী হওয়ার লক্ষ্য কেন্দ্রীয় দল। এই মর্মে একের পর এক ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট করেছে রাজ্য বিজেপি।
https://www.facebook.com/share/p/18Yx4fKjN2/
অপরদিকে, মুখ বুজে থাকেননি তৃণমূল নেতা কুণাল ঘোষও। নিজের এক্স হ্যান্ডেলে লিখছেন, '২০২৬. পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন।২৫০-এর বেশি ভোটে জয় করে চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাকি কোথায় কী হল, আমাদের বিষয় নয়। দিল্লির বিষয় দিল্লিতে। এখানে কোনো মন্তব্য নেই। বাংলায় ওসবের প্রভাবও নেই।'
কুণালের বক্তব্যর প্রেক্ষিতে পাল্টা লেখেন, '২০২৫-এ কেজরি বাই, ২০২৬-এ দিদি বাই'।