২০২৬-এর বিধানসভা ভোটে তৃণমূল ২৫০-র বেশি আসন জিতবে, কুণাল ঘোষ

বিজেপির দখলে দিল্লি। এটা বঙ্গ রাজনীতির বিষয় নয়, পোস্ট কুণাল ঘোষের। লিখছেন, '২০২৬-এ পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে তৃণমূল ২৫০-র বেশি আসন জিতবে'। 'চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়'।

author-image
Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
Kunal-Ghosh

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: বিজেপির (Bjp) দখলে দিল্লি (Delhi)। এটা বঙ্গ রাজনীতির বিষয় নয়, পোস্ট কুণাল ঘোষের (Kunal Ghosh)। লিখছেন, '২০২৬-এ পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে তৃণমূল ২৫০-র বেশি আসন জিতবে'। 'চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়'। 'বাকি কোথায় কী হল, আমাদের বিষয় নয়'। 'দিল্লির বিষয় দিল্লিতে, এখানে কোনও মন্তব্য নেই'। বাংলায় ওসবের প্রভাব নেই'।