নিজস্ব সংবাদদাতা: পদ্ম ঝড়ে উড়লো ঝাড়ু। দিল্লি জয়ের (Delhi Assembly Election 2025) পর বিজেপির (Bjp) কলকাতা দফতরে উৎসবের আমেজ। ফেসবুকে খোঁচা দিয়ে একাধিক পোস্ট বঙ্গ বিজেপির।
প্রধানমন্ত্রীর ছবি পোস্ট করে লেখা, 'দিল্লিবাসীর উচ্ছ্বাস আজ তুঙ্গে, গেরুয়া ঝড় উঠবে এবার বঙ্গে।' আরও একটি পোস্টে লেখা, 'রাজধানীতে ফুটলো পদ্মফুল, বঙ্গবাসী হচ্ছে তৈরি, আর নয় তোলামুল!'
https://www.facebook.com/share/p/1FAaG7PVW4/
আরও দেখা যাচ্ছে, 'দিল্লিতে বিদায় হল আপ, এবার যাবে পশ্চিমবঙ্গের পাপ।' বিজেপির দাবি, তাঁদের পরবর্তী লক্ষ্য বাংলা।