নিজস্ব সংবাদদাতাঃ অন্তর্বর্তী বাজেট নিয়ে বেঙ্গালুরুর কংগ্রেস সাংসদ ডি কে সুরেশ বলেছেন, “এটা নির্বাচনী বাজেট। অন্তর্বর্তী বাজেটে শুধু নাম পরিবর্তন করা হয়েছে। তারা কিছু সংস্কৃত নাম এবং স্কিমের হিন্দি নাম চালু করেছে। কেন্দ্র দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে জিএসটি এবং প্রত্যক্ষ করের সঠিক ভাগ সঠিকভাবে দিচ্ছে না। দক্ষিণ ভারতের রাজ্যগুলো অবিচারের শিকার। দক্ষিণের রাজ্যগুলি থেকে সংগৃহীত অর্থ উত্তর ভারতের রাজ্যগুলিতে দেওয়া হচ্ছে। এভাবে চলতে থাকলে আমরা আলাদা দেশের দাবি জানাতে বাধ্য হব। কেন্দ্র আমাদের কাছ থেকে ৪ লক্ষ কোটি টাকারও বেশি পাচ্ছে এবং বিনিময়ে আমরা যা পাচ্ছি তা নগণ্য। এ নিয়ে আমাদের প্রশ্ন তুলতে হবে। যদি এটি সংশোধন করা না হয়, তবে দক্ষিণের সমস্ত রাজ্যকে পৃথক রাষ্ট্রের দাবিতে আওয়াজ তুলতে হবে।”