বড়োলোকের বাজেট, প্রধানমন্ত্রী আগেই বলেছিলেন

এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কেন্দ্রীয় বাজেট সম্পর্কে মন্তব্য করলেন তৃণমূল নেত্রী শিল্পী চট্টোপাধ্যায়।

author-image
Shroddha Bhattacharyya
New Update

নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, কেন্দ্রীয় বাজেট সম্পর্কে, তৃণমূল নেত্রী শিল্পী চট্টোপাধ্যায় বলেছেন, "যেটা আমি  অনুধাবন করেছি সেই পরিপ্রেক্ষিতে বলছি, ৪০% মানুষ যারা দারিদ্রসীমার নীচে বসবাস করে বা বর্ডার লাইনে রয়েছে তাদের জন্য, ভারতের ১৩৩কোটি মানুষের প্রধানমন্ত্রী আগেই বলে দিয়েছেন যে, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষদের ওনারা দেখবেন না।

publive-image

আর নিত্যপ্রয়োজনীয় জিনিস কিন্তু তাদেরই বেশি প্রয়োজন পড়ে। সবারই এই জিনিসগুলো প্রয়োজন, কিন্তু যাদের মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে টাকা অর্জন করতে হয় তাদের কথা, সেই ৪০% ভারতীয়দের কথা প্রধানমন্ত্রী ভাবেন না। এই কথা কিন্তু নির্বাচনের সময় একাধিকবার ভাষণে বলে দিয়েছেন প্রধানমন্ত্রী।

publive-image

মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সর্বদা তাদের জন্য ভাবেন। সুতরাং, আমরা কেন্দ্রীয় বাজেটে যে এর ফলশ্রুতি দেখতে পাবো না, এটা খুব স্বাভাবিক। বাজেটে সবটাই বড়োলোকদের কথা বা যারা নিজ নিজ ক্ষেত্রে সু-প্রতিষ্ঠিত সেই ৬০% মানুষের কথা ভেবেই করা হয়। সাধারণ মানুষের কথা ভাবা হয় না বাজেটে, যেটা রাজ্য সরকার ভাবে।"

 

Adddd