নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় বাজেট ২০২৪ সম্পর্কে সিপিআই নেত্রী অ্যানি রাজা বলেছেন, "সরকার যাই বলুক না কেন, বাজেট আসলেই এই সরকারকে বাঁচানোর জন্য করা হয়েছে।। এভাবেই অন্ধ্রপ্রদেশ ও বিহারে বাজেট বরাদ্দ করা হয়েছে। বন্যা বা পশ্চাৎপদতার একই সমস্যার সম্মুখীন অন্যান্য রাজ্যও হচ্ছে।
/anm-bengali/media/post_attachments/fdde74b8d910ba5aa99af83910d5943a487bb314596583cd63bf081ba064c9f0.jpg)
তাহলে কেন অন্য রাজ্যে টাকা বরাদ্দ করা হয়নি?
/anm-bengali/media/post_attachments/9f6bd819f3744a8364e3eb5f083518e1e234572fd95f95901e4dd4339f47d577.jpg)
এমনকি নারী ও শিশু উন্নয়নের জন্য বরাদ্দ, জেন্ডার বাজেট সহ ৩ লক্ষ কোটি টাকা। সেই বরাদ্দে খুব বেশি উল্লেখযোগ্য বৃদ্ধি নেই।"
/anm-bengali/media/post_attachments/c302adf6fdd9963ea868302e9e1aefa4a7ce5c6b13853b7139b2cddebd9a7f03.webp)