নিজস্ব সংবাদদাতা: ফের উত্তপ্ত ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে (Diamond Harbar Medical College)। চিকিৎসাধীন কিশোরীর শ্লীলতাহানির পর বৃহস্পতিবার আক্রান্ত চিকিৎসক। তরুণীর মৃত্যুকে ঘিরে ঘটনা উত্তেজনা ডায়মন্ড হারবার মেডিক্যালে। পেটের অসুখ নিয়ে ফিমেল মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন এক তরুণী। মৃতের পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতির কারণে মৃত্যু হয়েছে তাঁর।
ঘটনার পরই পরিবারের লোকেরা চড়াও হয় চিকিৎসকের উপর। আক্রান্ত চিকিৎসকের নাম আবু বক্কর সিদ্দিকি। মৃতের পরিবারের বিরুদ্ধে চিকিৎসককে মারধরের অভিযোগ। নিগ্রহের ঘটনায় গ্রেফতার হয়েছে ২। বুধবার ICU-তে চিকিৎসাধীন কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে। ঘটনায় এক সাফাই কর্মীকেও গ্রেফতার করে ডায়মন্ড হারবার থানার পুলিশ।