নিজস্ব সংবাদ্দাতাঃ জলপাইগুড়ির মোহিতনগরে চিপস কিনতে গিয়ে মর্মান্তিকভাবে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি হরিজন বস্তির বাসিন্দা। সুত্রের খবর অনুযায়ী জানা যায়, একটি হিমঘরের পাশেই আলুর গাড়ির জ্যাম তৈরি হয়েছিল। শিশুটি ফাঁকা রাস্তা দিয়ে চিপস কিনতে যাচ্ছিল। সেই সময় আচমকা লরির ধাক্কায় ঘটনাস্থলে শিশুটি মারা যায়।
/anm-bengali/media/media_files/nnO1qYyzhRwLPmVgOoaY.jpg)
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা মৃতদেহ রেখে পথ অবরোধ করেন এবং লরিটি ভাঙচুর করেন। উত্তেজিত জনতার সঙ্গে পুলিশের তীব্র সংঘর্ষ তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লরির চালককে গ্রেফতার করে। পুলিশ আসার পর পরিস্থিতি শান্ত হয়।