হাসপাতাল থেকেই ছাত্র-ছাত্রী বার্তা যাদবপুরের উপাচার্যের

যাদবপুরের অন্তর্বর্তীকালীন উপাচার্য ভাস্কর গুপ্তর বিনীত আবেদন ছাত্র-ছাত্রীদের উদ্দেশে। এদিন ই-মেল মারফত আবেদন জানান তিনি। বিশ্ববিদ্যালয়ে পঠন-পাঠনের স্বাভাবিক পরিবেশ ফিরে আসুক দাবি উপাচার্যের।

author-image
Jaita Chowdhury
New Update
dsafzvsafsg

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: হাসপাতাল থেকেই ছাত্র-ছাত্রী সহ সমস্ত পক্ষকে আবেদন অন্তর্বর্তীকালীন উপাচার্য ভাস্কর গুপ্তর (Bhaskar Gupta)। এদিন ই-মেইল করে আবেদন জানান তিনি। বিশ্ববিদ্যালয় স্বাভাবিক পরিস্থিতি ও পঠন-পাঠনের ফিরিয়ে আনার আবেদন জানালেন তিনি। যাতে প্রশাসনিক ও গবেষণার কাজ যাতে সুষ্ঠুভাবে চলে তার আবেদন উপাচার্যের।

hgdh

 শিক্ষাঙ্গনে যেন সুষ্ঠু গণতন্ত্র বজায় থাকে তারও তিনি উল্লেখ করেছেন এবং সুষ্ঠু পরিবেশে কথোপকথনের মাধ্যমে এই সমস্যার সমাধান হবে বলে আশাবাদী তিনি। তিনি সর্বদা স্টুডেন্টদের প্রতি সহানুভূতিশীল তা তাঁর চিঠিতে উল্লেখ করেছেন। পয়লা মার্চের ঘটনা দুঃখজনক এবং আনফরচুনেট বলে উল্লেখ করেছেন উপাচার্য।

Jadavpur University
ফাইল চিত্র