নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েতি রাজ দিবসের তারিখ ৫ মার্চ থেকে পরিবর্তন করে ২৪ এপ্রিল করার ওড়িশা সরকারের সিদ্ধান্তের বিষয়ে ওড়িশা কংগ্রেস সভাপতি ভক্তচরণ দাস বলেছেন, "... ওড়িশার প্রতিষ্ঠাতা মধুবাবুকে সম্মান না করে বিজু পট্টনায়েকজিকে অসম্মান করছে। বিজেপি সরকার ওড়িশার সংস্কৃতিতে আরও হস্তক্ষেপ করবে। ক্ষমতাসীন বিজেপির দাসের মতো আচরণ করছে বিজেডি। কেন তাঁরা বিজেপিকে ভয় পাচ্ছেন?... এই হল বিরোধী দলের করুণ অবস্থা।
ফাইল চিত্র
#WATCH | Bhubaneswar: On Odisha government's decision to change the date of Panchayati Raj Day from March 5 to April 24, Odisha Congress President Bhakta Charan Das says, "...They did not respect Odisha's founder Madhu Babu and they are disrespecting Biju Patnaik ji. The BJP… pic.twitter.com/3rh1wRpPwf