নিজস্ব সংবাদদাতা, নন্দীগ্রামঃ নন্দীগ্রামে খুন হলেন তৃণমূল কর্মী। ঘটনাটি ঘটেছে সতেঙ্গাবাড়ি গিরি বাজার এলাকায়।
সূত্র মারফত জানা গিয়েছে যে, নন্দীগ্রামের গোকুলনগরে বাড়ি খুন হওয়া তৃণমূল কর্মীর নাম মহাদেব বিসাই। এই ঘটনায় অভিযোগের তীর রয়েছে বিজেপি দিকে। মৃত মহাদেব বিসাই বৃন্দাবনচক দক্ষিণ বুথ নম্বর ২৫৩ তৃণমূল কর্মী ছিলেন বলেই জানা গিয়েছে।
বিস্তারিত আসছে...