নিজস্ব সংবাদদাতা : সীমান্তরক্ষী বাহিনী (ভারত) এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বাংলাদেশ) এর মধ্যে ৫৫তম মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সমন্বয় সম্মেলন আগামী ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনটির আয়োজন করবে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সম্মেলনে দুই দেশের সীমান্ত নিরাপত্তা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে, যা সীমান্তে শান্তি ও সহযোগিতা বজায় রাখতে সহায়ক হবে।