নিজস্ব সংবাদদাতাঃ সারা দেশ জুড়ে লোকসভা নির্বাচন চলছে। মোট সাত দফায় সংঘটিত হবে নির্বাচন। এখনও পর্যন্ত তিন দফার নির্বাচন শেষ হয়েছে। এখনও বাকি রয়েছে চার দফার নির্বাচন।
/anm-bengali/media/post_attachments/0218c7467ddae2380ccdc24c08d417b7424934dcc882ad5989586f9aec6d4b15.png?size=948:533)
নির্বাচন শেষ হতেই ভোট পরবর্তী হিংসায় ফের একবার রক্তাক্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা।
/anm-bengali/media/post_attachments/e0ae1c62789263450647845252e05df5a1e2508fee3f77d772e747a932009f39.jpg)
জানা গিয়েছে যে, তৃতীয় দফার নির্বাচন শেষ হতেই মুর্শিদাবাদে ভোটের বলি হয়েছেন ১০ জন।
/anm-bengali/media/post_attachments/a92449de07a82939a8839dfdde11f94d2194f3320502e977063b87a5ef201c40.jpeg?size=690:388)
সূত্র মারফত জানা গিয়েছে যে, মুর্শিদাবাদ জেলার রাণীতলা এবং ইসলামপুর থানা এলাকায় আহত হয়েছেন ১০ জন। তাদেরকে মুশিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
/anm-bengali/media/post_attachments/89add01c3277eb775665df73d8c791f67a2a2de29edb1ceefa8f7c43a82a6f77.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)