জেনে নিন CLAT পরীক্ষার প্যাটার্ন

author-image
Harmeet
New Update
জেনে নিন CLAT পরীক্ষার প্যাটার্ন

নিজস্ব সংবাদদাতাঃ CLAT পরীক্ষা অর্থাৎ কমন ল অ্যাডমিশন টেস্ট হল একটি সর্ব ভারতীয় স্তরের পরীক্ষা। অন্যান্য পরীক্ষাগুলির মতই এটিও বেশ কঠিন এবং গুরুত্বপূর্ণ। আসুন জেনে নিন এই পরীক্ষার প্যাটার্ন। এই আইনের প্রবেশিকা পরীক্ষা দুই ঘণ্টার। CLAT প্রশ্নপত্রে 150টি বহুনির্বাচনী প্রশ্ন থাকে। CLAT পরীক্ষার প্রশ্নপত্রে পাঁচটি বিভাগ রয়েছে যা হল: ১> কম্প্রিহেনশন সহ ইংরেজি, ২> সাধারণ জ্ঞান সহ কারেন্ট অ্যাফেয়ার্স, ৩> আইনি যুক্তি, ৪>যৌক্তিক বিশ্লেষণ, ৫> পরিমাণগত কৌশল (গণিত)।





 ইংরেজির পত্রে মোট ৩২ টা প্রশ্ন থাকে। প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর। কারেন্ট অ্যাফেয়ার্সে মোট ৩৯ টা প্রশ্ন থাকে। প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর। আইনি লজিকের পত্রে মোট ৩৯ টা প্রশ্ন থাকে। প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর। সাধারণ লজিকের পত্রে মোট ৩২ টা প্রশ্ন থাকে। গণিতের পত্রে মোট ১৭টা প্রশ্ন থাকে। প্রতিটির মান ১ নম্বর।