নিজস্ব সংবাদদাতা: আজ ৫ রাশিকে ৫ টি দিকে সাবধান হতে হবে। নইলে বিপদ হতে পারে। জানুন-
মেষ রাশি- বিশ্বাস: আজ খুব সহজেই কাউকে বিশ্বাস করে নেবেন না, তাহলেই মিলবে ধোকা। কাছের মানুষ বিশ্বাস ভঙ্গ করতে পারে।
বৃষ রাশি- চুরি: সাবধান! আজ আপনার মূল্যবান কিছু চুরি যেতে পারে। জিনিসপত্র সাবধানে রাখুন।
/anm-bengali/media/media_files/32hTYGxXoeGfXObUaded.jpg)
মিথুন রাশি- দুর্ঘটনা: আজ রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। বড়সড় না হলেও ছোটোখাটো বা মাঝারি মাপের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
কর্কট রাশি- অসুস্থতা: আজ শরীরের দিকে নজর দিন, শারীরিক অসুস্থতা আজ আপনাকে ভোগাতে পারে।
সিংহ রাশি- বিচ্ছেদ: আজ নিজের কথা ও ব্যবহারের দিকে নজর দিন, নয়ত প্রেম বা বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদ পর্যন্ত এগিয়ে যেতে পারে।