হরি ঘোষ, দুর্গাপুরঃ এবার কোপ লেনিনের নামে। একে একে বাম আমলের সব চিহ্ন মুছে ফেলতে তৎপর হয়েছে দুর্গাপুর নগর নিগম। পুরো নিগমের মেয়র পরিষদের বৈঠকে এই নামবদল চূড়ান্ত হয়েছে। পাশাপাশি বদলে ফেলা হচ্ছে আরও চারটি রাস্তার নাম। দুর্গাপুর সরকারি কলেজ মোড়ের জওহরলাল নেহেরু সরণির সাথে কোকওভেন থানা এলাকার বিধান রায় সরণি সংযোগ করে লেনিন সরণি। আড়াই কিলোমিটার দীর্ঘ রাস্তাটির নামকরণ কমিউনিস্ট নেতা ভ্লাদিমির উলিয়ানভ লেনিনের নামে করা হয় ৪০ বছর আগে। মেয়াদ ফুরানোর আগে তৃণমূল কংগ্রেস পরিচালিত দ্বিতীয় বোর্ড এবার তাই বদলে ফেলতে চাইছে লেনিনের নামের রাস্তা। তবে, রাস্তাটির আমূল সংস্কারের জন্য ইতিমধ্যে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন সংস্থা ২৮ কোটি টাকা ধার্য করেছে। সম্প্রতি মেয়র পরিষদের বৈঠকে স্থির হয় মেয়রের নিজের ওয়ার্ড সিটি সেন্টারের চারটি রাস্তার নাম বদলে সদ্য প্রয়াত সঙ্গীত সংস্কৃতি জগতের গণ্যমান্য ব্যক্তিদের নামে করা হবে। বেঙ্গল অম্বুজা-পূর্ব রাস্তার নাম বদলে করা হচ্ছে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় সরণি, বেঙ্গল অম্বুজা-পশ্চিম রাস্তাটির নতুন নাম হচ্ছে বাপ্পী লাহিড়ী সরণি। বেঙ্গল অম্বুজা -উত্তর ও দক্ষিণ রাস্তা দুটির নাম বদলে করা হচ্ছে- পুলক বন্দ্যোপাধ্যায় সরণি ও অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সরণি। ওই বৈঠকেই সিদ্ধান্ত হয় নাম বদলে ফেলা হবে লেনিন সরণির।