নিজস্ব সংবাদদাতাঃ CBSE এর ক্লাশ ১০ এর টার্ম-২ পরীক্ষা চলছে। গতকাল ছিল হোম সায়েন্স বিষয়ের পরীক্ষা। এই পরীক্ষার মাঝেই শুরু হয় বিশৃঙ্খলা। জনৈক এক বিদ্যালয়ের প্রধানা শিক্ষিকা জানান যে, হোম সায়েন্সের প্রশ্নপত্রের প্রশ্ন নম্বর ২-তে ''দুধে ভেজাল'' এবং প্রশ্ন নম্বর ৯-তে ''দুধ ধোয়ার উপযুক্ত পদ্ধতি''-- এই দুটি প্রশ্নই 'সিলেবাসের বাইরে' থেকে করা হয়েছে।
তিনি বলেন, এরকম প্রশ্ন হলে পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে অসুবিধা হবে। প্রশ্ন যদি পরীক্ষার্থীদের বাদ দিতে হয়, তবে তা তাদের জন্য পরবর্তীকালে রেজাল্টে প্রভাব ফেলবে। এই নিয়ে পরীক্ষার মাঝে ছাত্রছাত্রীদের মধ্যে উত্তেজনারও সৃষ্টি হয়। তবে এই সমস্যার কথা সংশ্লিষ্ট বোর্ডকে জানানো হলেও সমস্যার কোনও সমাধান হয়নি।