নিজস্ব সংবাদদাতা,অন্ডালঃ গ্রীষ্মের দহন ও তাপ থেকে সুস্থ্য থাকতে পথচলতি মানুষদের ঠান্ডা জল, ওআরএস, শরবত বিতরণ করল যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা। ভরা বৈশাখে প্রচন্ড তাপপ্রবাহে পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ। প্রতিদিনই চড়ছে পারদ। তাপমাত্রা ছুঁয়েছে 43 ডিগ্রী। পাশাপাশি বাতাসে বইছে ভ্যাপসা গরম। এই আবহাওয়া থাকবে আগামী আরও কয়েকদিন, এমনই সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর। গরম ও লু থেকে বাঁচতে কি কি করণীয় সেই পরামর্শও দিয়েছে প্রশাসন। বিশেষ প্রয়োজন ছাড়া বেলা এগারটার পর বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে পথচলতি মানুষজনকে স্বস্তি দিতে বৃহস্পতিবার উখরা সুভাষ রোডে ঠান্ডা জল, শরবত ও ওআরএস বিতরণ করল যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উখড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রিতা ঘোষ, উপপ্রধান রাজু মুখোপাধ্যায়, যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি (পশ্চিম বর্ধমান) কৌশিক মন্ডল সহ অন্যরা। কর্মসূচিটি চলে বেলা 10 টা থেকে দুপুর একটা পর্যন্ত। পথচলতি মানুষজনের হাতে ঠান্ডা জল, শরবত তুলে দেন কৌশিক বাবু নিজে। তিনি বলেন, 'এই কঠিন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ।' আগামী ৫ মে পর্যন্ত জল, শরবত বিতরণ কর্মসূচি চলবে বলে জানান তিনি।