নিজস্ব সংবাদদাতাঃ সিভিল ইঞ্জিনিয়ারিং পরীক্ষাটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য দরকার ভালো বই। তাই জেনে নিন কিছু ভালো এবং প্রয়োজনীয় বইয়ের নাম। যেমন- ১> গুপ্তা অ্যান্ড গুপ্তাঃ সিভিল ইঞ্জিনিয়ারিং অবজেক্টিভ বুক, ২> আর এস খুরমি অ্যান্ড জে কে গুপ্তাঃ সিভিল ইঞ্জিনিয়ারিং,
৩> অবজেক্টিভ টাইপ এবং প্রচলিত প্রশ্ন এবং উত্তরঃ আর. আগর, ৪> সিভিল ইঞ্জিনিয়ারিং- ESE, GATE এবং PSU এর অনুশীলনী বইঃ বি সিং, ৫> RPH সম্পাদকীয় বোর্ড দ্বারা অধ্যয়নের উপাদান সহ অবজেক্টিভ সিভিল ইঞ্জিনিয়ারিং বই প্রভৃতি। এই সবকটি বই পাওয়া যাবে অ্যামাজন অ্যাপের মাধ্যমে।