CBSE ১০ গণিত পরীক্ষার টিপস

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
CBSE ১০ গণিত পরীক্ষার টিপস

নিজস্ব সংবাদদাতাঃ CBSE ক্লাস ১০ গণিতের টার্ম ২ পরীক্ষা ৫ মে, ২০২২ (বৃহস্পতিবার) হবে। শিক্ষার্থীদের টার্ম ২ গণিত পত্রের বিষয়ভিত্তিক প্রশ্ন সমাধান করতে হবে। গণিতে ভালো নম্বর পাওয়ার জন্য কিছু টিপস অবলম্বন করতে হবে। যেমনঃ ১) সিলেবাসটিকে ভালো ভাবে বুঝতে হবে। কেননা, সিলেবাসটি ভালো ভাবে না জানলে এবং বুঝলে প্রস্তুতিতে সমস্যা হবে। ২) NCERT প্রদত্ত বইপত্রের সাহায্য নিতে হবে। এই বই থেকেই গণিতের প্রশ্নগুলিকে বারবার অভ্যাস করতে হবে। ৩) প্রশ্নের মধ্যে যদি কোনও ধাপ-ভিত্তিক প্রশ্ন থাকে, তবে সেই ধাপে ধাপেই প্রশ্নের উত্তর দিতে হবে।





 ৪) সমস্ত অধ্যায় থেকে কেস স্টাডির প্রশ্নগুলি অনুশীলন করতে হবে। তবে পাটিগণিতের অগ্রগতি, পৃষ্ঠের ক্ষেত্রফল এবং আয়তন এবং ত্রিকোণমিতির কিছু প্রয়োগের মতো অধ্যায়গুলিতে বিশেষ মনোযোগ দিতে হবে। ৫) নমুনা প্রশ্নপত্র সমাধান করতে হবে। কেননা, এতে অনেক বেশি প্রশ্নের বৈচিত্র্য পাওয়া যাবে। ৬) গণিতের সকল সূত্র সমূহকে এক জায়গায় লিখে রেখে সেগুলিকে প্রতিদিন অভ্যাস করতে হবে। যাতে পরীক্ষায় সেগুলি ভালো ভাবে মনে থাকে। ৭) গণিতের সমস্যা সমাধানে বন্ধুদের সাথে পরামর্শ করে অভ্যাস করতে হবে। এইরূপ পরীক্ষার প্রস্তুতি থাকলে গণিতে ভালো নম্বর পাওয়া যাবে।