নিজস্ব সংবাদদাতা : ১৪ এপ্রিল দিনটি অসমীয়া নববর্ষ হিসেবে পালন হয়ে আসছে। চৈত্র সংক্রান্তির দিন অসমে বিহু উদযাপিত হয়। সেই উপলক্ষ্যে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়ে থাকে। সাতদিন ব্যাপী বিহু পরবের বিভিন্ন অধ্যায় রয়েছে। বসন্তের আগমনে চলে এই উদযাপন। ডিব্রুগড়ের মানুষ অত্যন্ত উৎসাহ সহকারে বিহু উৎসব পালন করে থাকে। এদিন ডিম খেলার রীতি রয়েছে যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে।