নিজস্ব সংবাদদাতা : ভারতীয় দূতাবাসের তরফে বুদাপেস্টে খোলা হল কন্ট্রোল রুম। ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানোর বিষয়ে সমন্বয় রক্ষার্থেই কন্ট্রোল রুমের ব্যবস্থা। ইসরায়েলে ভারতীয় দূতাবাসের বিশেষ দায়িত্বে নিয়োজিত রাজীব বোদওয়াদের কথায়, হাঙ্গেরি-ইউক্রেন সীমান্তে তাদের টিম রয়েছে। তারাই খবরাখবর দিচ্ছেন প্রতি মুহূর্তে। কতজন ভরতীয় সীমান্ত পেরোচ্ছে তা জানাচ্ছে একটি টিম। অন্যান্য দল আবাসন, পরিবহন ইত্যাদির বিষয়ে তথ্য দিচ্ছে। ১৫০ জনেরও বেশি স্বেচ্ছাসেবক তাদের সাহায্য করছে।