বাড়িতেই করুন আপেল চাষ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বাড়িতেই করুন আপেল চাষ



নিজস্ব সংবাদদাতাঃ আপেল হলো শীতকালীন একটি ফল। বাজার চলতি এই ফলটি খুব সহজেই আপনি আপনার বাড়ির ছাদের বাগানেই চাষ করতে পারেন। এর জন্য দরকার ২০ ইঞ্চির একটি টব। এই ফল চাষের জন্য উচ্চ জল নিকাশি ব্যবস্থা যুক্ত মাটি দরকার। পোকামাকড়ের হাত থেকে গাছকে রক্ষা করার জন্য দরকার নিম খোল। এছাড়াও দরকার জৈব সার। নার্সারি থেকে চারা গাছ কিনে এবার এই মাটিতে রোপণ করুন। মাঝে মাঝে নিম তেলও স্প্রে করতে পারেন। আর প্রতিদিন গাছে যত্ন নিয়ে জল দিতে ভুলবেন না। এইভাবে একের পর এক পদ্ধিতের মধ্যে দিয়ে আপনার ছাদের বাগানে আপেল গাছের শোভা বাড়িয়ে তুলুন।