নিজস্ব সংবাদদাতাঃ ফের বিপাকে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। দিল্লিতে আটকানো হল তাঁর বিমান। এ বিষয়ে বিজেপিকে এক হাত নিয়ে অখিলেশ টুইট করে বলেন, 'কোনও কারণ ছাড়াই আমার হেলিকপ্টারটি দিল্লিতে থামানো হয়েছে এবং মুজফ্ফরনগরে যেতে দেওয়া হচ্ছে না। সদ্য ওখানেই বিজেপির এক শীর্ষ নেতা এখান থেকে উড়ে গিয়েছেন। এটা হেরে যাওয়া বিজেপির মরিয়া ষড়যন্ত্র। মানুষ সব বোঝে...'।