আদৃতা ভট্টাচার্য, কলকাতাঃ চিকিৎসা ক্ষেত্রকে সবসময় মহান পেশা হিসেবে গণ্য করা হয়। কেননা মানুষের প্রাণ রক্ষার থেকে ঊর্ধ্বে মানবজাতির জন্য আর কিছু নেই। আর তাই চিকিৎসা ব্যবস্থাকে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে অকৃত্রিম প্রচেষ্টা তা প্রতি মূহুর্তেই অবিরাম হওয়া উচিত। এই আদর্শেই দক্ষিণ কলকাতার টালিগঞ্জ মূর আ্যভিনিউ এলাকার “বেনরেক ক্লাব” (BENREC CLUB) এর পরিচালনায়, এলাকায় এক সময়ে বসবাসকারী বিত্তশালী ব্যক্তি শ্রী সাধুরাম বন্সল কর্তৃক “SADHURAM BANSAL FOUNDATION” এর সহায়তায় একটি বিনামূল্যে হোমিওপ্যাথিক চিকিৎসালয় তৈরী করে দেওয়া হয়েছে। বলা বাহুল্য যে, শুধুমাত্র এলাকাবাসীই নয় বহু দূর
দূরান্ত থেকেও রোগীরা আসেন চিকিৎসার জন্য। এখানে এলাকার অধিবাসীবৃন্দ ছাড়াও পরিচারিকারা এবং অন্যান্যরাও নিম্নশ্রেণীর মানুষরাও বিনামূল্যে এর সুবিধা পান।সপ্তাহে দুই দিন ডাক্তার আসেন এবং চিকিৎসা করেন রোগীদের। এখানে শুধু বিনামূল্যে চিকিৎসাই নয়, উপযুক্ত ওষুধপত্রও দেওয়া হয়। ডাক্তারখানার বাইরে লম্বা লাইনের সারি দুই দিনই দেখতে পাওয়া যায়। বাপি মন্ডল নামে একজন রোগী জানান, “ আমি যাদবপুর অঞ্চল থেকে আসছি। লোকের মুখে এই ডাক্তারের নাম এবং ওষুধের কার্যকারিতা শুনে ডাক্তারবাবুকে দেখাতে এসেছি।" ডাক্তারখানার বাইরে রোগীদের লম্বা লাইন প্রমাণ করে এখানকার চিকিৎসক ও চিকিৎসার প্রণালীর গুণমান। বেনরেক ক্লাবের সেক্রেটারি মহাশয়ের সঙ্গে কথা বলে জানা যায় যে, “এটি একটি দাতব্য হোমিওপ্যাথিক চিকিৎসালয়। বিগত প্রায় দশ বছর ধরে এই চিকিৎসালয়টির স্থাপনা ক্লাব ঘরে হয়েছিল। পরে এটিকে অন্যত্র নিয়ে যাওয়া হয়। বহু মানুষের যাতায়াত এখানে। এবং এটি খুবই জনপ্রিয়। নিখরচায় চিকিৎসা পাওয়ায় এলাকাবাসী সহ অন্যান্যরাও খুবই সন্তুষ্ট।“
দাতব্য হোমিওপ্যাথিক চিকিৎসালয়
New Update