নিজস্ব সংবাদদাতাঃ শীঘ্রই কোভিশিল্ড ও কোভ্যাক্সিন কোভিড টিকা ভারতের বাজারে নিয়মিতভাবে পাওয়ার জন্য ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থার থেকে অনুমোদন পেতে চলেছে। সূত্রে খবর, বাজার অনুমোদন পাওয়ার পর কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের প্রতিটি ডোজ পাওয়া যেতে পারে ২৭৫ টাকায় এবং এর সঙ্গে অতিরিক্ত পরিষেবা কর হিসেবে ১৫০ টাকা লাগবে। ইতিমধ্যেই ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটিকে টিকার মূল্য জনসাধারণের সাধ্যের মধ্যে রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে দেশে জরুরিকালীন ভিত্তিতে এই দুটি টিকা দেওয়া হচ্ছিল।