নিজস্ব সংবাদদাতা: বীর্য পুরুষ প্রজনন অঙ্গ দ্বারা সৃষ্ট একটি জটিল পদার্থ। তরল বেশিরভাগ জল, প্লাজমা এবং শ্লেষ্মা (একটি তৈলাক্ত পদার্থ) দিয়ে তৈরি করা হয়। এছাড়াও এতে 5 থেকে 25 ক্যালোরি থাকে, এবং ক্যালসিয়াম সহ প্রয়োজনীয় পুষ্টির অল্প পরিমাণে গঠিত।
নিজস্ব সংবাদদাতা: সঙ্গমের মজা বৃদ্ধি করতে চান? তাহলে শুরু থেকেই সঙ্গমের ডিসার্টে চলে যাবেন না। শুরু করুন স্টার্টার দিয়ে। স্টার্টারে চুম্বন এবং সঙ্গে সঙ্গিনীর স্তনের সঙ্গে খেলুন। নারীদের ক্ষেত্রে প্যান্টের ওপর দিয়ে পুরুষের লিঙ্গে হাত বোলান। তারপরে আসুন মেইন কোর্সে। সেখানে সঙ্গমের মাত্রা ধীরে ধীরে শুরু করে শেষ করুন গায়ের জোড় দিয়ে। বেশ কয়েকটি পজিশন ট্রাই করেন। সবশেষে ডিসার্টে পুরুষের বীর্য মুখে নিয়ে তার সঙ্গে চুম্বনে মাতুন। আলতো আঁচে সঙ্গমকে রসিয়ে রসিয়ে মধুর হতে দিন।