নিজস্ব সংবাদদাতাঃ শুরু হয়ে গেছে তৃতীয় ঢেউয়ের দাপট। দেশজুড়ে হুড়মুড় করে বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা। উত্তরপ্রদেশেও বাড়ছে মহামারীর উদ্বেগ। এসবের পরেও সে রাজ্যে শাসক ও বিরোধী উভয় দলগুলির ভোটপ্রচারে দেখা যাচ্ছিল বেপরোয়া ভিড়। যা নিয়ে রাজনৈতিক দলগুলির সমালোচনা শুরু করেন সাধারণ মানুষ থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা। অবশেষে নির্বাচনী প্রচার থেকে সরে এল উত্তরপ্রদেশের অন্যতম বিরোধী দল কংগ্রেস । অন্যদিকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বৃহস্পতিবারের সরকারি অনুষ্ঠান বাতিল হয়েছে বলে জানা গিয়েছে। ৯ জানুয়ারি লখনউতে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সূত্রের খবর কোভিড আবহে সেই সমাবেশ বাতিল করা হয়েছে। কংগ্রেস ও বিজেপির মত সর্বভারতীয় রাজনৈতিক দলগুলির সভা সমাবেশ বাতিলের সিদ্ধান্ত নিঃসন্দেহে ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করল বলেই মনে করছে রাজনৈতিক মহল।