নিজস্ব সংবাদদাতাঃ তৃণমূল কাউন্সিলর আমিরুদ্দিন ববি তাঁর ওয়ার্ডে রেকর্ড ভোটে জয়লাভ করেছেন। তিনি 26000 ভোটে জিতেছেন। পাশাপাশি তৃণমূল সারা শহরে বিরোধীদের পরাজিত করে ভোটে জয়লাভ করেছে। প্রাক্তন কেএমসি বোর্ডের সদস্য মেয়র-ইন-কাউন্সিল, মার্কেটস, ববি তাঁর বিজয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দলের নেতা অভিষেক ব্যানার্জিকে উৎসর্গ করেছেন৷ বিজয়ের পর এএনএম নিউজের সঙ্গে কথা বলতে গিয়ে ববি উল্লেখ করেন যে, এ ধরনের বিপুল বিজয়, এলাকার মানুষের প্রতি তাঁর দায়িত্ব অনেকটা বাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, 'জনগণের আশা-আকাঙ্খা পূরণে আমি আরও কঠোর পরিশ্রম করব'। স্বভাবতই বলা চলে আমিরুদ্দিন ববি তৃণমূলের জন্য বড় জয়।