দুর্ঘটনায় প্রয়াত বাংলার গোর্খা জওয়ান

author-image
Harmeet
New Update
দুর্ঘটনায় প্রয়াত বাংলার গোর্খা জওয়ান

নিজস্ব সংবাদদাতাঃ সিডিএস বিপিন রাওয়াতের প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। দুর্ঘটনার কবলে পড়া কপ্টারে তাঁর সঙ্গে তাঁর স্ত্রী ছাড়াও ছিলেন আরও ১২ জন সেনা কর্মী। তাঁদের মধ্যে বেঁচেছেন মাত্র একজন। বাকিরা সবাই মৃত। মৃতদের সেই তালিকায় রয়েছেন বাংলারও এক জওয়ান। বিপিন রাওয়াতের নিজস্ব নিরাপত্তারক্ষী ছিলেন গোর্খা রাইফেলসের সৎপাল রাই। দার্জিলিং এ জন্ম নেওয়া এই জওয়ানের মৃত্যুতে শোকস্তব্ধ পাহাড়। সৎপালের মৃত্যুতে শোকজ্ঞাপন করে  দার্জিলিং-র সাংসদ রাজু বিস্ত টুইট করে লেখেন, ‘আমি হাভিলদার সৎপাল রাই এর পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। তিনি সিডিএস জেনারেল বিপিন রাওয়াতজির ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা (পিএসও) ছিলেন। তিনি ছিলেন দার্জিলিং-র তাকদাহর বাসিন্দা। ঈশ্বর তাঁর পরিবারকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠার শক্তি দান করুক। ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি।’ সাংসদ আরও লেখেন, ‘জাতির প্রতি আপনার সেবা এবং আপনি যে চূড়ান্ত আত্মত্যাগ করেছেন তা সর্বদা গোর্খা এবং আমাদের সমগ্র জাতি স্মরণ করবে। জয় হিন্দ!’