কেজরিওয়ালের বাড়ির সামনে শিক্ষক ধর্নায় যোগ সিধুর

author-image
Harmeet
New Update
কেজরিওয়ালের বাড়ির সামনে শিক্ষক ধর্নায় যোগ সিধুর

নিজস্ব সংবাদদাতাঃ পাঞ্জাব কংগ্রেসের অন্দরের গোলমাল সরিয়ে রেখে দলের হয়ে মাঠে নামলেন নভজ্যোৎ সিং সিধু। পাঞ্জাব বিধানসভা নির্বাচন সামনে রেখে সেই রাজ্যে লাগাতার প্রচার চালাচ্ছে আম আদমি পার্টি। সম্প্রতি মোহালিতে গিয়ে সেখানকার শিক্ষকদের প্রতিবাদ ধর্নাতেও যোগ দেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁরই পাল্টা দিলেন সিধু। দিল্লিতে কেজরিওয়ালের বাড়ির সামনে দিল্লির পার্শ্ব শিক্ষকদের প্রতিবাদ ধর্নায় যোগ দিলেন পাঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি। রবিবার দিল্লির শিক্ষকদের ধর্না মঞ্চ থেকে বিক্ষুব্ধ শিক্ষকদের সঙ্গে গলায় গলা মিলিয়ে একাধিক দাবিতে স্লোগান দিলেন সিধু। শুধু ধর্নায় যোগ দেওয়াই নয়, এদিন কেজরিওয়াল সরকারের সমালোচনা করে টুইটও করেন সিধু। লেখেন, “আপ প্রতিশ্রুতি দিয়েছিল, চুক্তিবদ্ধ পার্শ্ব শিক্ষকদের সাধারণ শিক্ষকদের হারেই বেতন দেওয়া হবে। তা হয়নি।” সিধু অভিযোগ করেন, “স্কুল কমিটির থেকে আপের সদস্যরা বছরে ৫ লাখ টাকা করে পাচ্ছেন। ওই অর্থ স্কুলের উন্নয়নে কাজে আসতে পারত।”