নিজস্ব সংবাদদাতাঃ কদিন আগেই টুইটে কংগ্রেসকে বিঁধে ছিলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। জানিয়েছিলেন, বিরোধী জোটে কংগ্রেসের পরামর্শ প্রয়োজন তবে, জোটের নেতৃত্ব গণতান্ত্রিক পদ্ধতি মেনেই ঠিক হবে। এই মন্তব্যের পর পিকে-কে যে ভাল চোখে নিচ্ছে না কংগ্রেস নেতৃত্ব আরও একবার স্পষ্ট করে দিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল। শনিবার, প্রশান্তকে কটাক্ষ করেন কংগ্রেস শাসিত ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন প্রশান্তের নিজস্ব কোনও আদর্শ নেই। তিনি আসলে ব্যবসায়ী যে কংগ্রেস বিজেপি তৃণমূল সবার হয়েই কাজ করে। নেতৃত্ব দেওয়া কংগ্রেসের স্বর্গীয় অধিকার নয় বলে কদিন আগেই টুইট করেছিলেন পিকে। প্রবীণ কংগ্রেস নেতা সলমন খুরশিদ ভোট কুশলীর এই মন্তব্য নিয়ে তাঁকে একহাত নিয়েছিলেন। তিনি বলেছিলেন, রাজনীতি শুধুমাত্র ভোটে জেতার জন্য নয়। তাঁর ঠিক পরেই ভুপেশ বাঘেলের এই আক্রমণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।