নিজস্ব সংবাদদাতাঃ কোন সরকারের আমলে গুজরাটে মুসলিম বিরোধী দাঙ্গা হয়েছিল? সিবিএসই-র পরীক্ষায় এল এমনই বিতর্কিত প্রশ্ন। আর এর জেরে তুমুল বিতর্ক শুরু হয়ে গিয়েছে। যদিও কীভাবে এমন ‘বিতর্কিত’ প্রশ্ন এল তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সিবিএসই। বুধবার ছিল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির সোসিওলজির প্রথম পত্রের পরীক্ষা। সেই পরীক্ষার নির্দিষ্ট প্রশ্ন ঘিরে তুমুল বিতর্ক। প্রশ্নে জানতে চাওয়া হয় গুজরাট দাঙ্গার সময় সে রাজ্যে ক্ষমতায় কোন সরকার ছিল? উত্তরে চারটি বিকল্প দেওয়া হয়েছে, বিজেপি/কংগ্রেস/রিপাবলিক/ডেমোক্রেটিক। এই প্রশ্ন ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। বিতর্কের মাঝেই টুইট করে সিবিএসই-র তরফে জানানো হয়, দ্বাদশ শ্রেণির সোসিওলজির টার্ম ওয়ান পরীক্ষায় একটি প্রশ্ন এসেছে, যা অনুপযুক্ত। প্রশ্ন ঠিক করার ক্ষেত্রে সিবিএসই-র যে নির্দিষ্ট নিয়মাবলী রয়েছে তা এক্ষেত্রে মেনে চলা হয়নি। ভুল স্বীকার করছে সিবিএসই।