নিজস্ব সংবাদদাতাঃ উইং কমান্ডার অভিনন্দনকে মনে আছে? যিনি একাই ধ্বংস করেছিলেন পাকিস্তানি যুদ্ধবিমান, শত্রুপক্ষের হাতে ধরা পড়ে, প্রবল মারধোরের পরও মুখ খোলেননি তিনি। ২০১৯ সালে দেখানো সেই সাহসিকতার জন্যই সোমবার গ্রুপ ক্যাপ্টেন অভিনন্দন বর্তমানকে বীর চক্র দেওয়া হল। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে তিনি এই বিশেষ সম্মান গ্রহণ করেন। পাকিস্তানি এফ-১৬ যুদ্ধবিমানকে ধ্বংস করার জন্যই দেশের তৃতীয় সর্বোচ্চ যুদ্ধকালীন সাহসিকতার পুরস্কার তুলে দেওয়া হল গ্রুপ ক্যাপ্টেন অভিনন্দনের হাতে। তাঁর ইউনিট ৫১ স্কোয়াড্রনকেও বিশেষ সম্মানে ভূষিত করা হয় পাকিস্তানের বায়ুসেনার সঙ্গে লড়াই চালানোর জন্য।