নিজস্ব সংবাদদাতা: সরকারি চাকরিতে শূন্যস্থান পূরণ করতে পারবেন বিবাহিত মহিলারাও। উত্তরপ্রদেশে এমনই সিদ্ধান্ত নিয়েছে যোগী আদিত্যনাথের সরকার। বর্তমানে বিবাহিত মহিলারা কম্প্যাশনেট গ্রউন্টে সরকারি চাকুরে বাবা কিংবা মায়ের মৃত্যুর পর সেই চাকরি পাওয়ার যোগ্য নন। শুধুমাত্র সেই চাকরি পাওয়ার অধিকার রয়েছে মৃতের ছেলে কিংবা অবিবাহিত মেয়েরা। গ্রুপ ডির চাকরি দেওয়া হয় এক্ষেত্রে। আবার ক্ষেত্র বিশেষে প্রার্থীর যোগ্যতার ওপর ভিত্তি করে দেওয়া হয় গ্রুপ সি-র চাকরিও। গত জুনে এলাহাবাদ হাইকোর্টের সিদ্ধন্ত অনুযায়ী কোনো সরকারী চাকুরের মৃত্যু হলে তার বিবাহিত মেয়ে থাকলে তিনিও কম্প্যাশনেট গ্রাউন্ডে চাকরি পাওয়ার যোগ্য। উত্তরপ্রদেশের মঞ্জুল শ্রীবাস্তবের আবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্তে পৌঁছছিলেন বিচারপতি জে জে মুনি। ২০২০-র জুনে বাবার মৃত্যুর পর চাকরির জন্য আবেদন করেন শ্রীবাস্তব। প্রয়াগরাজের জেলা বেসিক এডুকেশন অফিসার সেই আবেদন বাতিল করে দিলে কোর্টের দ্বারস্থ হন শ্রীবাস্তব।