'মীন'- যদি আপনারও এই রাশি হয়, তাহলে অবশ্যই জানুন রাশিফল- ইগনোর করবেন না
কন্যা, তুলা, বৃশ্চিক, কুম্ভ- ৪ রাশির ৪ রকম রাশিফল- জানুন এখনই
এ  কি দেখা যাচ্ছে রাশিতে? সাবধান! এই ৫ রাশির সাবধান হতে হবে এই দিকগুলিতে- না হলেই বিপদ!
আপনার আচরণ মিষ্টি রাখতে হবে! জেনে রাখুন ধনু রাশির দিনটি কেমন যাবে
মকর রাশি টাকা ধার দেওয়া-নেওয়া এড়িয়ে চলুন! এটি আপনার লাকি সংখ্যা
চীন পরিষেবা খাত উন্মুক্তকরণ সম্প্রসারণের পরিকল্পনা প্রকাশ করেছে
আলোচনার আগে মার্কিন উদ্দেশ্য নিয়ে 'গুরুতর সন্দেহ'! বলেই দিলেন এই পররাষ্ট্রমন্ত্রী
"রাহুল-সোনিয়ার বিরুদ্ধে মামলা দায়ের হলেই কংগ্রেসের লাভ"!
ট্রাম্পের পরিকল্পনা আটকে দিলেন বিচারক!

দামোদরে স্নান করতে গিয়ে তলিয়ে গেল নাবালক

author-image
Harmeet
New Update
দামোদরে স্নান করতে গিয়ে তলিয়ে গেল নাবালক


হরি ঘোষ, অন্ডাল: স্নান করতে গিয়ে দামোদরের জলে তলিয়ে গেল বছর দশেকের এক নাবালক । বিহারের বেরোলি থেকে অন্ডালের শ্রীরামপুর রাই মানাতে মামার বাড়ি এসেছিল মনোজ চৌধুরী । গতকাল মামার বাড়িতে এসে শ্রীরামপুরের দামোদরে স্নান করতে গিয়েছিল এই কিশোর । স্নান করতে গিয়েই দামোদরের জলের তোড়ে তলিয়ে যায় মনোজ বলে স্থানীয়রা জানান । ঘটনার খবর জানাজানি হতেই খবর দেওয়া হয় অন্ডাল থানায় । অন্ডাল থানার পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় অনেক খোঁজাখুঁজির পরও এখন পর্যন্ত কোনো হদিশ পাওয়া যায়নি ওই কিশোরের । এভাবে মামার বাড়ি এসে স্নান করতে গিয়ে দুর্ঘটনা ঘটায় শোকের ছায়া নেমেছে এলাকায় । সন্ধ্যা হয়ে যাওয়ার ফলেই আপাতত তল্লাশির কাজ বন্ধ রাখা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।