নিজস্ব সংবাদদাতা: বিশ্বের প্রধান চ্যালেঞ্জ খাদ্য ও নিরাপত্তা মোকাবেলায় ভারত দক্ষতা স্থাপন করছে বলে জানালেন গায়ানার রাষ্ট্রপতি ডাঃ মোহাম্মদ ইরফান আলী। তিনি বলেন, "ভারত বিশ্বব্যাপী সবচেয়ে বড় বাজরা উৎপাদনকারী দেশ। আন্তর্জাতিক বাজরা উৎপাদনের লক্ষ্যে ভারত অগ্রসর হওয়ার জন্য বিশ্বব্যাপী নেতৃত্ব গ্রহণ করছে। ভারত বিশ্বের প্রধান চ্যালেঞ্জ খাদ্য ও নিরাপত্তা মোকাবেলায় তার পরিষেবার ক্ষেত্রে দক্ষতা স্থাপন করছে"।