নিজস্ব সংবাদদাতাঃ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান শুক্রবার আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে বলেন, 'ন্যাটোতে ফিনল্যান্ডের যোগদানের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক।' এরদোগান বলেন, 'আমরা ফিনল্যান্ডের ন্যাটো অন্তর্ভুক্তি প্রোটোকলের সংসদীয় অনুমোদন প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।' এরদোগান বলেন, "ফিনল্যান্ডের সদস্যপদের মাধ্যমে ন্যাটো আরও শক্তিশালী হবে এবং বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালন করবে।" তিনি বলেন, 'অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হলে ন্যাটো জোটের ভিত্তিতে ফিনল্যান্ডের সঙ্গে আমাদের সম্পর্ক আরও মজবুত হবে।'