উৎসবের নামে বন্যপ্রাণ হত্যা রুখতে সমবেত উদ্যোগ

author-image
Harmeet
New Update
উৎসবের নামে বন্যপ্রাণ হত্যা রুখতে সমবেত উদ্যোগ

নিজস্ব সংবাদদাতাঃ বন্যপ্রাণ শিকার প্রতিরোধে আলোচনা সভা হল বন দফতরের। মঙ্গলবার মেদিনীপুর সদরের চাঁদড়া রেঞ্জ অফিসে আয়োজন করা হয়েছিল এই সভা। উপস্থিত ছিলেন চাঁদড়া রেঞ্জ আধিকারিক সুজিত পন্ডা, গুড়গুড়িপাল থানার ওসি সুজয় লায়েক সহ বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, বন সুরক্ষা কমিটির সদস্য ও আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। কীভাবে বন্যপ্রাণ শিকার ছাড়াই উৎসব পালন করা যায় তারই আলোচনা হয় এদিন। এদিন সকলেই বন্যপ্রাণ শিকার আটকানোর জন্য প্রস্তাব রাখেন। বন সুরক্ষা কমিটিগুলিকে আরও সজাগ করার পাশাপাশি মাইকিং, পোস্টার ও সভা করে সচেতনতার বার্তা দেওয়ার ওপর জোর দেন অনেকে। 


আগামী দিনেও আদিবাসী সমাজের নেতা ও বন সুরক্ষা কমিটিকে নিয়ে হবে সচেতনতা শিবির। আগামী ২০ মার্চ চাঁদড়া রেঞ্জে প্রথম শিকারের দিন রয়েছে। তার আগে সতর্ক বন দফতর ও পুলিশ। পুলিশের পক্ষ থেকেও এলাকায় মাইকিং, ছৌ নৃত্যের মাধ্যমে সচেতনতার কর্মসূচি নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। অতীতে দেখা গিয়েছে বেশ কিছু মানুষ পুলিশ ও বন দফতরকে ফাঁকি দিয়ে জঙ্গলে প্রবেশ করে হত্যা করেছে বন্যপ্রাণ। তাদের আটকাতে জঙ্গলেও নাকা পয়েন্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্য জেলার শিকারিদের আটকাতে মূল রাস্তাতেও হবে নাকা পয়েন্ট। ব্যবহৃত যানবাহন বাজেয়াপ্ত করা হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এদিন উপস্থিত আদিবাসী সমাজের মানুষজন আশ্বাস দিয়েছেন বন্যপ্রাণ হত্যা করবেন না এবং বন দফতর ও পুলিশকে বিভিন্নভাবে সহযোগিতা করবেন। চাঁদড়া রেঞ্জের উপপ্রধান তারকনাথ বেরা বলেন, "পঞ্চায়েতের পক্ষ থেকেও এলাকার মানুষজনকে সচেতনতার বার্তা দেওয়া হবে বন্যপ্রাণ শিকার বন্ধের জন্য।" তিনি প্রস্তাব দিয়েছেন, "বন্যপ্রাণ শিকার না করে একদিন উৎসব করুক আদিবাসী মানুষজন, তাতে পঞ্চায়েতের পক্ষ থেকে যতটা সম্ভব সাহায্য করা হবে।"