নিজস্ব সংবাদদাতা: কাইলি জেনার একজন সোশ্যাল মডিয়া সেনসেশন।৩৭৯ মিলিয়ন অনুগামী তাকে ইনস্টাগ্রামে ফলো করেন। প্রসঙ্গত, কাইলি ২ সন্তানের মা। তাছাড়া তার একটি মেকআপ লাইনও আছে। সোশ্যাল মিডিয়ায় তিনি প্রায়শই নিজের উষ্ণ ছবি শেয়ার করে থাকেন। অধিকাংশ সেই ছবিতেই মজে থাকেন তার অনুগামীরা। কখনও মা আবার কখনও বোনেদের অথবা সন্তানদের সঙ্গে ছবি পোষ্ট করেন তিনি। সম্প্রতি একটি ছবিতে তাকে তার দিদির সঙ্গে কালো বিকিনিতে ছবি পোষ্ট করতে দেখা যায়। সেই ছবিতে লাইক ও কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন তাদের অনুগামীরা।