নিজস্ব সংবাদদাতাঃ তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার মানুষ নিহত ও অন্তত ১৪ হাজার মানুষ আহত হওয়ার প্রেক্ষাপটে প্রেসিডেন্ট জো বাইডেন 'খুব শিগগিরই' তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে বলেন, "আমরা আশা করছি প্রেসিডেন্ট বাইডেন ও প্রেসিডেন্ট এরদোগান খুব শিগগিরই কথা বলার সুযোগ পাবেন।"