নিজস্ব সংবাদদাতাঃ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন 'আন্দামানের এই ভূমিটি সেই ভূমি যেখানে প্রথমবারের মতো জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। যেখানে প্রথমবারের মতো স্বাধীন ভারতের সরকার গঠিত হয়। আজ নেতাজি সুভাষ বসুর জন্মবার্ষিকী। সারা দেশ এই দিনটিকে পরাক্রম দিবস হিসেবে পালন করে।' 'কয়েক দশক ধরে, দেশের সম্ভাবনাকে অবমূল্যায়ন করা হয়েছিল। কিন্তু এখন ভারতকে আধুনিক উন্নয়নের উচ্চতা স্পর্শ করতে সক্ষম বলে মনে করা হচ্ছে। ভারতের দ্বীপপুঞ্জ বিশ্বকে অনেক কিছু দিতে পারে। কিন্তু আগে এই সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়া হয়নি। কোনও পদক্ষেপ নেওয়া হয়নি', জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত প্রথম ২১ জন পরমবীরের নামে দ্বীপগুলির নামকরণ করা হচ্ছে। তাদের সংকল্প চিরকালের জন্য অমর হয়ে উঠেছে। আন্দামানের সম্ভাবনা বিশাল। বিগত আট বছরে দেশ এই লক্ষ্যে নিরন্তর প্রচেষ্টা চালিয়েছে বলেন প্রধানমন্ত্রী।
"India First" was the only resolution for all 21 Paramveers; today in the naming of these islands, their resolution has become immortal forever. The potential of Andamans is huge. In the past 8 years, the country has made continuous efforts in this direction: PM Modi pic.twitter.com/A1ueHQP3oi
This land of Andaman is the land where the tricolour was hoisted for the first time. Where the government of independent India was formed for the first time. Today is the birth anniversary of Netaji Subhash Bose. The country celebrates this day as Parakram Diwas: PM Narendra Modi pic.twitter.com/Tdwg4muWT5