নিজস্ব সংবাদদাতাঃ এবার মালদায় বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে মালদার হরিশচন্দ্রপুরে। সাংসদকে কালো পতাকা দেখানো হয়, পাশাপাশি গো ব্যাক স্লোগানও দেওয়া হয় বিক্ষোভকারীদের তরফে।
সেইসঙ্গে সাংসদের কনভয় আটকে রেখে বিক্ষোভ দেখানো অবধি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে বিজেপি কর্মী সমর্থকরা পৌঁছাতেই পরিস্থিতি আরও সরগরম হয়ে ওঠে। তৃণমূলের দাবি, সাংসদ হিসেবে কোনও কাজ করেননি।