ইউক্রেন থেকে ১৪ মিলিয়ন টন শস্য রপ্তানি হয়েছে বলে জানালো জাতিসংঘ

author-image
Harmeet
New Update
ইউক্রেন থেকে ১৪ মিলিয়ন টন শস্য রপ্তানি হয়েছে বলে জানালো জাতিসংঘ

নিজস্ব সংবাদদাতা: রাশিয়ার সাথে কৃষ্ণ সাগর চুক্তির অধীনে ইউক্রেন থেকে ১৪ মিলিয়ন টনেরও বেশি শস্য রপ্তানি করা হয়েছে বলে জনালো জাতিসংঘ। যার ফলে বিশ্বব্যাপী খাদ্যের দাম কমেছে বলে জানিয়েছে জাতিসংঘ। 

Ukraine conflict prompts countries to hoard grain, endangering global food  supply - POLITICO

ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভকে (বিএসজিআই) সাহায্যকারী জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আঙ্কটাডের প্রধান রেবেকা গ্রিনস্প্যান জানিয়েছেন, যে এটি টানা ৭ মাস ধরে বিশ্ব খাদ্যের চাহিদা মিটিয়েছে। উল্লেখ্য, ইউক্রেনের ওপর হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া।