বাসে চড়ে অভিনব কর্মসূচীতে বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী

author-image
Harmeet
New Update
বাসে চড়ে অভিনব কর্মসূচীতে বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী


বনমালী ষন্নিগ্রহী,বাঁকুড়াঃ ভিআইপি গাড়ি নয়, বাসে চড়ে রওয়ানা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন, অভিনব কর্মসূচী বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের। পঞ্চায়েত ভোটের আগে আরও মজবুত জন সংযোগ এবং সাধারণ মানুষ থেকে দলীয় কর্মীদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে লিখিত অভিযোগ গ্রহণের জন্য নিলেন এমন অভিনব উদ্যোগ। শনিবার বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে বাসে চড়ে বাঁকুড়া থেকে যাত্রা করলেন ঝিলিমিলির উদ্দেশ্যে। বাসে জনসংযোগের পাশাপাশি রাস্তার প্রতিটি মোড়ে দলীয় কর্মী ও সাধারন মানুষের কাছে লিখিত অভিযোগ গ্রহণ করবেন বলে জানা গিয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে আগামী পঞ্চায়েতে রনকৌশল ঠিক করবে বিজেপি, এমনটাই সূত্রের খবর।